সীমা অতিক্রম করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

0

নিরাপদ সড়ক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি কঠোর হওয়ার ইঙ্গিত দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আমাদেরও ধৈর্যের সীমা রয়েছে। সেটা অতিক্রম করলেই ব্যবস্থা নেওয়া হবে।

তিনি রোববার (৫ আগস্ট) গুলিস্তানে জিরো পয়েন্টে ‘ট্রাফিক সপ্তাহ-২০১৮’ উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা বাহিনী ধৈর্যের পরিচয় দিচ্ছে। তার মানে এই নয়, তারা অরাজকতা করতেই থাকবে, আর আমরা দেখে যাবো।

তিনি বলেন, আমি আগেও বলেছি। শিক্ষার্থীদের এই আন্দোলনকে অন্যদিকে নেওয়ার প্রচেষ্টা হচ্ছে। হাজার হাজার আইডি কার্ড গলায় ঝুলানো হয়েছে। একটাও স্কুলের ছাত্র নয়, সব প্রাপ্তবয়স্ক।

জয়নিউজবিডি/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM