নির্বাচনে যাচ্ছে ঐক্যফ্রন্ট

0

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ এক মাস পেছানোর দাবি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। একইসঙ্গে নির্বাচনে অংশ নেওয়ারও ঘোষণা এসেছে তাদের তরফ থেকে।

জাতীয় প্রেসক্লাবে রোববার (১১ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করে জোটের এই সিদ্ধান্ত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা কামাল হোসেনের লিখিত বিবৃতি পড়ে শুনিয়ে ফখরুল বলেন, “নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত খুবই কঠিন। কিন্তু এরকম ভীষণ প্রতিকূল পরিস্থিতিতেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে।”

ফখরুল যোগ করেন, ‘তবে আমরা সাত দফা দাবি থেকে পিছিয়ে আসছি না। বর্তমান তফসিল বাতিল করে নির্বাচন এক মাস পিছিয়ে দিয়ে নতুন তফসিল ঘোষণার দাবি করছি। সেই ক্ষেত্রেও বর্তমান সংসদের মেয়াদকালেই নির্বাচন করা সম্ভব হবে।”

জয়নিউজ/জুলফিকার
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM