আয়কর মেলা শুরু মঙ্গলবার

নগরের জিইসি কনভেনশন সেন্টারে সাত দিনব্যাপী আয়কর মেলা শুরু হচ্ছে মঙ্গলবার (১৩ নভেম্বর) সকাল ১০ টায়। মেলা উদ্বোধন করবেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

- Advertisement -

রোববার (১১ নভেম্বর) বেলা ১১টায় সরকারি কার্য ভবন-১ এ আয়কর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

- Advertisement -google news follower

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অঞ্চল-১ এর কমিশনার ও মেলার সমন্বয়ক মো. মোতাহের হোসেন বলেন, এবার মেলায় ৪৫টি বুথ থাকবে। এসব বুথে করদাতারা কর সংক্রান্ত সেবা পাবেন। মেলায় রিটার্ন জমা দেওয়ার পর করদাতাকে ট্যাক্স কার্ড প্রদান করা হবে। প্রতিবন্ধী ও প্রবীণ করদাতাদের জন্য পৃথক কাউন্টার রাখা হয়েছে। মেলায় সোনালী, জনতা ও বেসিক ব্যাংকের বুথ থাকবে। এসব বুথে আয়কর জমা দেওয়া যাবে। মেলায়  ই-পেমেন্ট সুবিধাও রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কর কর্মকর্তা হারুন উর রশিদ, নাজমুল করিম, লুৎফর আজিম, মামুনুর রহমান ও মফিজ উল্লাহ।

জয়নিউজ/মনির ফয়সাল/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM