ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

0

কর্ণফুলী উপজেলায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

রোববার (১১ নভেম্বর) ভোর সাড়ে ৬টায় উপজেলার বড় উঠান ইউনিয়নের ফকিরনির হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (ওসি) আলাউদ্দিন তালুকদার জয়নিউজকে জানান, সবজিবোঝাই ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত অটোরিকশা চালক শাহাদাত হোসেনকে (৩২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।

তিনি জানান, শাহাদাত শাহ আমানত বদরপুর মেরিন একাডেমি এলাকার বাসিন্দা। তার পিতার নাম আবদুর রহমান।

দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

জয়নিউজ/ হিমেল ধর/ আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM