পাহাড়তলীতে ফেনসিডিলসহ মাদককারবারি আটক

0

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৯৪ বোতল ফেনসিডিলসহ মো. সেলিম উদ্দিন নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

পাহাড়তলী থানার এসআই শাহেদের নেতৃত্বে একটি টিম বৃহস্পতিবার রাত দেড়টায় পশ্চিম নাছিরাবাদ বাঁচামিয়া রোডস্থ আবুল বিড়ি ফ্যাক্টরির পিছনে সাদেকের ভাড়ার ঘরে অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক সেলিম উদ্দিন মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের সৈদালি গ্রামের আবু তাহেরের ছেলে বলে জানা গেছে।

এসআই শাহেদ বলেন, শয়ন কক্ষে অভিযান চালিয়ে মেঝের এক কোনায় চটের বস্তার ভিতর রক্ষিত ৯৪ বোতল কোডিন জাতীয় মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় জীবন পালিয়ে যায়। পরে অভিযান পরিচালনা করে মাদককারবারি মো. সেলিম উদ্দিনকে আটক করা হয়।

তথ্যটি নিশ্চিত করেছে পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আটক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

জেএন/পিআর

আরও পড়ুন
লোড হচ্ছে...
×