সিএমপির পতেঙ্গা থানায় নতুন ওসি আফতাবের যোগদান

0

সিএমপির পতেঙ্গা থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে যোগদান করেছেন চট্টগ্রাম নগর পুলিশের বিশেষায়িত টিম—কাউন্টার টেরোরিজমের আলোচিত পরিদর্শক মো. আফতাব হোসেন।

গতকাল ২৫ মে (বৃহস্পতিবার) বিকালে পতেঙ্গা থানার বিদায়ী ওসি আবু জায়েদ মো. নাজমুন নুরের কাছ থেকে নতুন অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব হোসেন দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে মঙ্গলবার (২৩ মে) সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় স্বাক্ষরিত এক আদেশে আফতাব হোসেনকে পতেঙ্গা থানায় পদায়ন করা হয়। আজ তিনি নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন।

তাছাড়া গত ৩ মে পুলিশ সদর দপ্তরের এক আদেশে পতেঙ্গা থানার বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুরকে চট্টগ্রাম রেঞ্জে ইন্সপেক্টর পদে বদলি করা হয়।

মো. আফতাব হোসেন কাউন্টার টেরোরিজমে দায়িত্ব পালনকালে বেশ কিছু আলোচিত মামলার ক্লু উদঘাটনে সফলতা দেখিয়েছেন। প্রশংশিত হয়েছেন। তাছাড়া আফতাব হোসেন পরিদর্শক (তদন্ত) হিসেবে সিএমপির খুলশী থানায়ও দায়িত্ব পালন করেছিলেন।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM