হালদা নদীতে অভিযান চালিয়ে জাল জব্দ করল নৌ পুলিশ

দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীতে অভিযান পরিচালনা করে মালিক বিহীন বেশ কিছু জাল জব্দ করেছে নৌ-পুলিশ।

- Advertisement -

আজ শুক্রবার (২৬ মে) হালদা নদীর কচুখাইন ও হালদা নদীর মোহনা এলাকা থেকে এসব জাল জব্দ করা হয়।

- Advertisement -google news follower

নৌ-পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিনের নির্দেশনায় এ অভিযান চালানো হয়েছে বলে জানালেন রামদাশ মুন্সির হাট হালদা নদীর অস্থায়ী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মাহফুজুল হাসান।

তিনি বলেন, শুক্রবার সকালে হালদা নদীর মাছ ও ডলফিন এবং জীববৈচিত্র্য রক্ষায় অভিযান চালানো হয়। এসময় এক হাজার মিটার চরঘেরা জাল ও ৫টি মশারীর ঠ্যালা জব্দ করা হয়। তবে জালগুলোর কোন দাবীদার পাওয়া যায়নি।

- Advertisement -islamibank

অভিযান অব্যাহত থাকবে বলে জানান নৌ-পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM