বোয়ালখালীর উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করবো-এমপি নোমান

0

চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ বলেছেন, বোয়ালখালীর প্রধান সমস্যাগুলো নিরসনে কাজ করবো। এতে পরিকল্পিত উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে বোয়ালখালী উপজেলা পরিষদ সেমিনার কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বক্তব্যে তিনি বোয়ালখালীর যোগাযোগ ব্যবস্থা, সুপেয় পানির সংকট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে গুরুত্ব দেন।

বোয়ালখালী উপজেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, আবুল ফজল বাবুল, বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এসএম মোদ্দাচ্ছের, সাধারণ সম্পাদক সেকান্দর আলম বাবর, সাংবাদিক কাজী আয়েশা ফারজানা ও সিরাজুল ইসলাম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম রাজা, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী।

জেএন/পূজন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM