জামুকার চেয়ারম্যান পদে মুক্তিযুদ্ধমন্ত্রীর থাকা নিয়ে রুল

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) চেয়ারম্যান হিসেবে পদাধিকার বলে নিয়োগের আইন কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আইন সচিব, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

- Advertisement -

এছাড়া রিটকারী মুক্তিযোদ্ধা নবাব আলীর মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা জামুকার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। তাঁকে অবিলম্বে মুক্তিযোদ্ধা ভাতা দিতে বলা হয়েছে। মঙ্গলবার রিটকারীদের আইনজীবী তৌফিক ইনাম টিপু সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

- Advertisement -google news follower

তিনি বলেন, মুক্তিযোদ্ধা নবাব আলীর করা রিট আবেদনের শুনানি নিয়ে ২২ মে হাইকোর্ট রুল জারিসহ রিটকারীকে মুক্তিযোদ্ধা ভাতা প্রদানে নির্দেশ দিয়েছেন। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

- Advertisement -islamibank

বগুড়ার বীর মুক্তিযোদ্ধা নবাব আলী সম্প্রতি জামুকা থেকে তাঁর মুক্তিযোদ্ধা সনদ বাতিলের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিটটি দায়ের করেন। মঙ্গলবার ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারিসহ আদেশ দেন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM