পতেঙ্গায় অসামাজিক কার্যকলাপ, ১৬ তরুণ-তরুণী আটক

0

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন বিভিন্ন এলাকায় অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে ১৬ তরুণ-তরুণীকে আটক করেছে থানা পুলিশ।

গতকাল শনিবার (২০ মে) রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৭ জন নারী এবং ৯ জন পুরুষ সদস্য রয়েছে।

আটককরা হলেন, মো. হেলাল উদ্দিন, মো. রবিন, মো. আল আমিন, মো. জনি, মো. জামাল উদ্দিন, মো. মহসিন, নুর হোসেন, মো. ইমন, মো. রিয়াজ, ফেন্সী বেগম, ডলি আক্তার, আনিছা বেগম, সালেহা বেগম, ইয়াছমিন আক্তার, সুমি আক্তার ও সালমা।

এ তথ্য নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ওসি আবু জায়েদ মো. নাজমূন নুর। তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানায় মামলা দায়ের তরা হয়েছে।

জেএন/পিআর

আরও পড়ুন
লোড হচ্ছে...
×