জাপান থেকে এলো ৯২৬ বিলাসবহুল গাড়ি

মোংলা বন্দরে পৌঁছেছে জাপান থেকে আসা বিলাসবহুল গাড়ির একটি চালান। শনিবার (২০ মে) দুপুর ২টায় বন্দরের ৮ নম্বর জেটিতে ৯২৬টি গাড়ি নিয়ে নোঙর করে মালয়েশিয়ার পতাকাবাহী ‘এমভি মালয়েশিয়া স্টার’ নামে জাহাজ। জাহাজটি থেকে গাড়ি খালাসও শুরু হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এই তথ্য জানিয়েছে।

- Advertisement -

বিদেশি জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট অ্যানশিয়েন্ট স্টিম শিপের খুলনার ব্যবস্থাপক মো. ওহিদুজ্জামান বলেন, ‘এই চালানে মোট এক হাজার ৩৭৬টি বিলাসবহুল গাড়ি আমদানি করা হয়েছে। সেখান থেকে গত ১৮ মে ৪৫০টি গাড়ি চট্টগ্রাম বন্দরে খালাস করা হয়। বাকি ৯২৬টি গাড়ি মোংলা বন্দরের মাধ্যমে খালাস হচ্ছে। সিঙ্গাপুরের একটি বন্দর থেকে এই গাড়ি নিয়ে ১২ মে ছেড়ে আসে জাহাজটি।’

- Advertisement -google news follower

তিনি বলেন, ‘বন্দরে আসা এসব গাড়ির মধ্যে রয়েছে– অ্যাক্সিও, প্রিমিও, অ্যালিয়ন, অ্যাকুয়া, প্র্যাডো ও মিনিবাসসহ একাধিক ব্র্যান্ডের গাড়ি। আগামী ৩ জুন মালয়েশিয়া স্টার জাহাজে করে আসবে আরও একটি গাড়ির চালান।’

এর আগে গত ৪ মে মালয়েশিয়া স্টার জাহাজে আসা ৭০৩টি গাড়ি মোংলা বন্দরে খালাস করে বিভিন্ন শেডে রাখা হয়েছে। পরে এগুলো আমদানিকারকরা ছাড়িয়ে নেবেন বলে জানা গেছে।

- Advertisement -islamibank

বাংলাদেশ রিকন্ডিশন ভেহিক্যালস ইম্পোর্টারস অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারবিডা) সভাপতি হাবিবুল্লাহ ডন বলেন, ‘ডলার সংকটের কারণে গাড়ি আমদানি করা যাচ্ছিল না। গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ডলারের ভয়াবহ সংকট ছিল। জানুয়ারি মাসের পরে কিছু ডলার ছেড়েছে। এরপরে এলসি দেওয়ার সুবাদে ধারাবাহিকভাবে এই গাড়ি আমদানি করা হচ্ছে।’

জেএন/এমআর

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM