পটিয়ায় ৭ লক্ষ টাকার চোলাই মদসহ আটক ২

0

চট্টগ্রামের পটিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৭ লক্ষ টাকা মূল্যের ১৪০৬ লিটার দেশীয় তৈরি চােলাই মদ উদ্ধার করেছে। এসময় মদ পাচারে জড়িত ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

গতকাল বিকেলে থেকে রাত পর্যন্ত উপজেলার দক্ষিণ মালিয়ারা ভেল্লাপাড়া খালের উত্তর তীর মনু মুন্সী বাড়ীর পশ্চিম পার্শ্বের জঙ্গলে অভিযান চালিয়ে এসব চোলাই মদসহ তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন-উপজেলার জিরি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মনু মুন্সি বাড়ির সিরাজুল হকের পুত্র আবদুল মাবুদ (৩০) এবং একই ওয়ার্ডের হাসু মিয়া বাড়ির মৃত মুন্সি মিয়ার পুত্র মাে. রুবেল (২৬)।

আজ শুক্রবার (১৯ মে) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন পটিয়া থানার ওসি প্রিটন সরকার।

তিনি বলেছেন, গোপন সোর্সের খবরে, জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম এবং পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ড.আশিক মাহমুদের তত্বাবধানে পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন পটিয়া থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম।

আটক মাদক কারবারিদের বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে জানালেন ওসি।

জেএন/সঞ্জয়/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM