শুক্রবার সন্ধ্যার মধ্যে চবি ‘এ’ ইউনিটের ফলাফল পাবে ভর্তিচ্ছুরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষার ফলাফল শুক্রবার প্রকাশ করা হবে।

- Advertisement -

বৃহস্পতিবার (১৮ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির জয়েন্ট কো-অর্ডিনেটর ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. রাশেদ মোস্তফা।

- Advertisement -google news follower

তিনি বলেন, ‘এ’ ইউনিটের পরীক্ষার্থী বেশি। নির্ভুল ফলাফল দিতে আমরা কাজ করছি। বিভিন্ন ইউনিটের পরীক্ষা চলায় একটানা কাজ করা যাচ্ছে না। আগামীকাল একটি শিফটের পরীক্ষা আছে। পরীক্ষা শেষে আমরা কাজ করবো। আশা করি শুক্রবার সন্ধ্যার মধ্যে ফলাফল পেয়ে যাবে ভর্তিচ্ছুরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট (https://admission.eis.cu.ac.bd) থেকে ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা। এ ছাড়া ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধাতালিকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজেও পাওয়া যাবে।

এর আগে মঙ্গলবার এবং বুধবার বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স এন্ড ফিশারিজ অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। দু’দিনে চার শিফটে মোট ৮০ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় উপস্থিত ছিলেন।

- Advertisement -islamibank

‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট ৭৪ হাজার ৭০৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৯ হাজার ৬০৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM