কর্ণফুলী নদীতেই মিলল নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ

0

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদী থেকে উদ্ধার করা হয়েছে ১৯ ঘন্টা আগে নিখোঁজ হওয়া পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পড়ুয়া ছাত্র সিরাজুল আরেফিন আকিব (২২) এর লাশ।

বৃহস্পতিবার (১৮ মে) সকালে উপজেলার কাপ্তাই প্রজেক্ট এলাকার হাদিটিলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। আকিব কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রে কর্মরত শহীদুল ইসলাম বাবুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের দিকে আকিব কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। এরপর ফায়ার সার্ভিস, নৌ বাহিনী ডুবুরি দল সারাদিন মরদেহটি উদ্ধারে অভিযান পরিচালনা করে না পেয়ে সন্ধ্যায় অভিযান বন্ধ করে।

কাপ্তাই পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (আইসি) শাহীনুর রহমান বলেন, পারিবারিকভাবে কোনো অভিযোগ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধি ও তার পরিবারের সম্মতিতে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেএন/পিআর

আরও পড়ুন
লোড হচ্ছে...
×