ভোট ডাকাত বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না: কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভোট ডাকাত বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নেতৃবৃন্দ অসাড়, অর্বাচীন ও গণচেতনাবিচ্ছিন্ন বক্তব্য দিচ্ছেন।

সরকারের অর্থনৈতিক অগ্রযাত্রার বিপরীতে বিএনপির হাতিয়ার হলো ষড়যন্ত্র, মির্থ্যাচার, অপপ্রচার ও উস্কানিমূলক বক্তব্য।

ওবায়দুল কাদের বলেন, বিদেশি দূতাবাস ও রাষ্ট্রদূতদের নিরাপত্তার ক্ষেত্রে বর্তমান সরকার কোনো প্রকার শিথিলতা প্রদর্শন করবে না।

তিনি বলেন, বিএনপির শাসনামলে তাদের সৃষ্ট জঙ্গিবাদী শক্তির হলি আর্টিজান হামলার পর কূটনৈতিকদের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। এটা কোনো স্থায়ী ব্যবস্থা ছিল না।

কূটনৈতিকদের আন্তর্জাতিক নিয়মানুসারে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা অপরিবর্তিত রয়েছে বলেও দাবি করেন সেতুমন্ত্রী।

জেএন/পিআর

 

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM