ভদন্ত জ্ঞানবংশ মহাথের আর নেই

0

পটিয়া উপজেলার পিঙ্গলা গ্রামের পিঙ্গলা মঙ্গলা বৈদ্য বৌদ্ধ বিহারের বিহারাধক্ষ্য ভদন্ত জ্ঞানবংশ মহাথের আর নেই।

গত ৬ নভেম্বর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত জ্ঞানবংশ মহাথেরকে নগরের একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শনিবার সকাল ৮টায় তার প্রথম শোক ও অনিত্য সভা অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM