বেগুনে কৃষক আনন্দ নিজস্ব প্রতিবেদক 9 November 2018 9:34 pm হালিশহরের আনন্দবাজার এলাকায় এবার বেগুনের বাম্পার ফলন হয়েছে। পরিশ্রমের প্রতিদানে প্রাপ্তির খাতায় হবে ভালো লাভের যোগ, কৃষকের মুখে তাই ফুটেছে হাসি। জয়নিউজের আলোকচিত্রী বাচ্চু বড়ুয়ার তোলা এই ছবিটিতে বেগুনের শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত কৃষকের মুখে হাসির দেখা না মিললেও আলাপচারিতায় প্রত্যাশিত ফলন পাওয়ার কথাই উঠে এসেছে। 0 শেয়ার 0 শেয়ার