বিশ্বাস করুন আর না করুন, এই সেতুতে পার হতে হয় এভাবেই! রাজস্থলীর আমতলী ও ঘিলামুখ সংযোগ সেতুটি দীর্ঘদিন যাবত পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। যে কারণে এলাকাবাসীকে পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। ছবিটি তুলেছেন জয়নিউজের রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি চাউচিং মারমা।