চন্দনাইশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু

0

চট্টগ্রামের চন্দনাইশে বিদ্যুৎম্পৃষ্ট হয়ে বিজিসি ট্রাস্ট স্কুল এন্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. হাসান (২২) নিহত হয়েছে।

আজ শনিবার (১৩ মে) সকালে উপজেলার কাঞ্চননগর এলাকায় বাড়ির পাশের ক্ষেত থেকে গরু আনতে গিয়ে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

নিহত মো. হাসান (২২) রওশনহাট এলাকার কৃষক মোহাম্মদ আলীর ছেলে বলে জানা গেছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুর শুক্কুর এ তথ্য নিশ্চিত করে স্বজনদের বরাতে বলেন, শনিবার সকালে আকাশ মেঘলা দেখে পাশের ক্ষেত থেকে গরু আনতে ছুটে যায় হাসান।

এ সময় সেখানে আগে থেকে ছিঁড়ে পড়া একটি বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হন। স্থানীয়রা দেখতে পেয়ে তাকে বিজিসি ট্রাস্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM