উপকূলবর্তী নেতাদেরকে জনগণের পাশে থাকার আহবান নগর আওয়ামীলীগের

ধেয়ে আসছে ঘূর্নিঝড় মোখা।মোখার পূর্বাভাসে উপকূলবর্তী শঙ্কিত জনগণের সহযোগিতায় তাদের পাশে থাকার জন্য সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামীলীগ নেতাদেরকে আহবান জানিয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ।

- Advertisement -

আজ শনিবার ১৩ মে বিকালে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী ,সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক সাংসদ নোমান আল মাহমুদ , উপদেষ্টা শফর আলী সহ নগর আওয়ামীলীগ নেতৃবৃন্দ ৪১নং পতেঙ্গা ওয়ার্ডস্থ সীবিচ এলাকা, বিজয়নগর, নেভাল একাডেমীসহ বিভিন্ন উপকূলবর্তী এলাকা পরিদর্শন করেছেন।

- Advertisement -google news follower

এসময় নেতৃবৃন্দ উপকূলবর্তী ওয়ার্ড আওয়ামীলীগের নেতাদেরকে এই আহবান জানান।

পরিদর্শনের সময় চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীম চৌধুরী বলেন, ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। শঙ্কিত জনসাধারণকে সচেতন ও সতর্ক থাকার পরামর্শ ও সাহস যোগানোর জন্য নগর আওয়ামীলীগের পক্ষ থেকে আমরা এখানে এসেছি।

- Advertisement -islamibank

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ঘূর্ণিঝড় মোখার পূর্বাভাসে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ আওতাধীন উপকূলবর্তী এলাকার জনগণকে দুর্যোগ মোকাবেলায় সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। সংশ্লিষ্ট ওয়ার্ডের আওয়ামীলীগ নেতাকর্মীদেরকে আহবান জানানো হয়েছে সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করার জন্য। ঝুঁকিপূর্ণ জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহযোগিতা করা, সীবিচে আগত অতি উৎসুক জনতাকে সাগরে নামতে বারণ করা, সরকারের ত্রান সহায়তা কার্যক্রমে সহযোগিতা করা সহ সমুহ কাজ করার জন্য আমাদের নেতাকর্মীরা নিবেদিত রয়েছে।

এসময় চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ কার্যকরী সদস্য বেলাল আহমেদ, ৪১ নং পতেঙ্গা ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ওয়াহিদুল আলম, আবদুল হালিম, ওয়াহিদুল আলম চৌধুরী ,বেলাল হাসান, হারুন মেম্বার, নগর যুবলীগ নেতা লিটন রায় চৌধুরী , এসএম মামুনুর রশিদ , ফয়সাল বাপ্পী, সুভাষ মজুমদারসহ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM