চট্টগ্রাম বোর্ডে ১৫৯১ পরীক্ষার্থী আইসিটি পরীক্ষা দেয়নি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান (এসএসসি) পরীক্ষায় অনুপস্থিত ছিল ১৫৯১ জন পরীক্ষার্থী।

- Advertisement -

বুধবার (১০ মে) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ এ তথ্য নিশ্চিত করেন।

- Advertisement -google news follower

জানা গেছে, চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার ২১৬টি কেন্দ্রে মোট ১ লাখ ৪০ হাজার ৮৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ১ লাখ ৩৯ হাজার ২৪২ জন পরীক্ষার্থী। অনুপস্থিত পরীক্ষার্থীর হার শতকরায় ১ দশমিক ১৩ ভাগ প্রায়।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ বলেন, এসএসসি পরীক্ষার  আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন সকল পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি ভালো ছিল।

- Advertisement -islamibank

তিনি আরো বলেন, চট্টগ্রাম শিক্ষাবোর্ডে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৫৯১ জন। তবে আগের দিনের চেয়ে অনুপস্থিতির সংখ্যা কমেছে।

জেএন/হিমেল/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM