পাহাড়তলীতে জোড়া খুন: মূলহোতাসহ গ্রেফতার ৫

0

চট্টগ্রাম নগরের পাহাড়তলীর বিটেক মোড়ে ছুরিকাঘাতে দুই যুবক খুনের ঘটনায় মূল অভিযুক্ত ইলিযাছসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৮ মে) রাতভর অভিযানে চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পাহাড়তলী থানার ওসি (তদন্ত) রোজিনা আক্তার বলেন, রাতভর অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। মূল অভিযুক্ত ইলিয়াছকে চকরিয়া থেকে রাতেই গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, একটি হত্যা মামলা রুজুর প্রস্তুতি চলছে। মামলাটির বাদী নিহত এক যুবকের বাবা মনির হোসেন।

প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় নারী সংক্রান্ত বিষয়ের জের ধরে দু’পক্ষের মধ্যে মারামারির একপর্যায়ে পায়ে ছুরিকাঘাত করা হলে গুরুতর আহত হন মাসুম (৩০) ও সবুজ (২০) নামে দুই যুবক।

পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারা মারা যান।

জেএন/হিমেল/পিআর

আরও পড়ুন
লোড হচ্ছে...
×