পাহাড়তলীতে দুই পক্ষের মারামারিতে নিহত ২

0

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকায় দুই পক্ষের মারামারিতে দুইজন নিহত হয়েছেন। সোমবার (৮ মে) সন্ধ্যার দিকে থানার বিটাক মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাসুম (৩০) ও সবুজ (২০)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

নগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) জসিম উদ্দিন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, জহুর আহমেদ স্টেডিয়ামে একটা মেয়ে নিয়ে দুজন লোক এসেছিলেন। তারা আড্ডা দিচ্ছিলেন। কোনো কারণে তাদের সঙ্গে স্থানীয়দের ঝামেলা হয়। তবে পরবর্তীতে নাকি বিষয়টি সমাধানও হয়ে গিয়েছিল। কী কারণে পুনরায় মারামারি হয়েছে, সেজন্য আমরা ঘটনাস্থলে যাচ্ছি।

তিনি বলেন, ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, রাতে ছুরির আঘাতে আহত দুজনকে পাহাড়তলী থানা এলাকা থেকে নিয়ে আসা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেছেন।

জেএন/এমআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM