সন্দ্বীপে খেলতে গিয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

0

চট্টগ্রামের সন্দ্বীপে বাড়ির উঠোনে খেলতে গিয়ে পাশের পুকুরে ডুবে মামাতো-ফুফাতো ভাই বোনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুজনই শিশু।

আজ শুক্রবার (৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে এর শেখ মাহারুপ গোমস্তার পূর্ব বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই বাড়ীর মোহাম্মদ মিলাদের ছেলে নাইম (৭) ও বোনের মেয়ে মাহিরা (৮)।

মুছাপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের নাদিম সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি তার ইউনিয়নের এক নং ওয়ার্ড ইউপি সদস্য মো. আকরামের বরাতে বলেন, শুক্রবার সকালে দুই শিশু বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিলেন।

বেলা সোয়া ১১টার সময় পরিবারের অন্যান্য সদস্যদের অগোচরে দুই শিশু পাশের পুকুরে পড়ে নিখোঁজ হয়। অনেকক্ষন খোঁজাখুজির পর পানিতে ভাসতে দেখে দুজনকে উদ্ধার করে স্বজনরা।

পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। মামাতো ফুফাতো ভাইয়ের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে বললেন এ ইউপি সদস্য।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM