চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত

চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা।

- Advertisement -

আজ বৃহস্পতিবার (৪ মে) উৎসবটি উপলক্ষে বৌদ্ধ ধর্মীয় সংগঠনগুলোর পক্ষ থেকেও নেয়া হয়েছে নানা আয়োজন।

- Advertisement -google news follower

নগরীর নন্দনকানন বৌদ্ধ মন্দিরে সকাল থেকে শুরু হয় প্রার্থনা-সঙ্গীত। তাছাড়া দেশের সব সম্প্রদায়ের মঙ্গল কামনার পাশাপাশি ভক্তরা অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের বিভিন্ন বাণীসহ নানান ব্যানার ফেস্টুন সাটান মন্দির এলাকায়।

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নন্দনকানন বৌদ্ধ মন্দির ছাড়াও নগরী ও জেলার বৌদ্ধ মন্দিরগুলোতে আলোচনা সভা ও ধর্মীয় নানান অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বর্ণিল রঙ এ সাজানো হয়েছে প্রতিটি মন্দির।

- Advertisement -islamibank

যুদ্ধ, হানাহানি বন্ধ করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি দেশে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে সৃষ্টিকর্তার অনুগ্রহ কামনা করেন ভক্তরা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM