বাঁশখালীতে দশ হাজার ইয়াবাসহ আটক ৩

0

পেকুয়া-বাঁশখালী আঞ্চলিক সড়ক চাম্বল ছড়ার ব্রিজের পশ্চিম পাশ থেকে দশ হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে।

বুধবার (৩ মে) সকালে থেকে তাদের আটক করা হয়। আটককরা হলেন, শাহজাহান শাহীন (৩১), মো.বাবুল (৪০) ও  নুরুল আলম (৪৭)।

চট্টগ্রাম জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন  জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ (বুধবার) সকালে চাম্বল ছড়ার ব্রিজে এলাকায় অভিযান চালানো হয়।

এসময় তিনজনকে আটকের পর তাদের দেহ তল্লাশী করে দশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

জেএন/হিমেল/পিআর

আরও পড়ুন
লোড হচ্ছে...
×