পরীক্ষায় নকল করায় চট্টগ্রামে পরীক্ষার্থী বহিষ্কার

0

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পরীক্ষা চলাকালীন অসদুপায় অবলম্বন করার সময় এক শিক্ষার্থীকে হাতেনাতে ধরেন কেন্দ্র পরিদর্শক। পরে ওই শিক্ষার্থীতে বহিষ্কার করা হয়।

বুধবার (৩ মে) উপজেলার আমিরাবাদ সুফিয়া আরিয়া মাদ্রাসার কেন্দ্র থেকে তাকে বহিষ্কার করা হয়।

ওই শিক্ষার্থী উপজেলার চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসা থেকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেয়।

বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রের সচিব আ.ন.ম. নোমান বলেন, আজ আরবী দ্বিতীয় পত্র পরীক্ষা হচ্ছিল। নকল করার অভিযোগ প্রমাণিত হওয়ায় উপজেলা নির্বাহী অফিসারের পরামর্শে ওই ছাত্রকে বহিস্কার করা হয়েছে। পরে প্রতিটি কক্ষে নোটিশ ইস্যু করা হয়।

জেএন/পিআর

আরও পড়ুন
লোড হচ্ছে...
×