দীঘিনালায় বাড়ির পাশে পড়ে ছিল যুবকের মরদেহ

0

খাগড়াছড়ির দীঘিনালায় বাড়ির পাশ থেকে রাহুল কর্মকার নামে ৩৩ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।

আজ বুধবার (৩ মে) সকালে দীঘিনালার সুধীর মেম্বারপাড়া থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাহুল একই এলাকার মৃত তপন কর্মকারের ছেলে।

নিহতের ছোট ভাই জীবন কর্মকার জানান, মঙ্গলবার বিকেলে রাহুল কর্মকার বাসা থেকে বের হয়। রাত ৯টা পর্যন্ত পরিবারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ ছিল।

এরপর ফোন বন্ধ ছিল। রাতে অনেক খোঁজাখুঁজি করে না পাওয়া যায়নি। সকালে বাড়ির পাশে রক্তাক্ত মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, মরদেহের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে বললেন ওসি।

জেএন/পিআর

আরও পড়ুন
লোড হচ্ছে...
×