আকদ্ হলেও বিয়ে করা হলোনা প্রিয়ার: আত্মহত্যা

0

সীতাকুণ্ড পৌর সভার ৯নং ওয়ার্ডের শিবপুর এলাকার প্রবাসী মো. রহিম উদ্দিনের সাথে প্রিয়ার সাথে আকদ্ সম্পূর্ণ হয় গেল ১৫ এপ্রিল।

আগামী ২৬ মে অনুষ্ঠানিকভাবে বিবাহোত্তর অনুষ্ঠান হওয়ার কথা ছিল। আকদ্ এর পর থেকেই দুজন বিভিন্ন জায়গায় ঘুরাঘুরিও করে।

তবে কপালে এতো সুখ সইলো না উপজেলার ছলিমপুর ইউনিয়নের উত্তর ছলিমপুরস্থ নয়াবাড়ি এলাকার আহমেদুর রহমান বাড়ীর মো. নাছিরের কন্যা ইসরাত জাহান প্রিয়া (২৩)র।

আজ রবিবার (৩০ এপ্রিল) সকালে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে প্রিয়া। কি কারণে আত্নহত্যা করেছে তা বলতে পারছেনা পরিবারের লোকজন। তাদেরও দাবি হবু স্বামীর সাথে প্রিয়ার কোন ধরণের মনোমালিন্যও দেখা যায়নি।

রবিবার সকালে ঘরের কাঠের আড়ালের সাথে ওড়না পেঁছিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন প্রিয়া। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে সীতাকুণ্ড মডেল থানার এস আই শামীউল রহমান লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, উপজেলার ছলিমপুর ইউনিয়নের ফৌজদার হাট এলাকায় প্রিয়া নামে এক যুবতী আত্নহত্যার করেছেন।

লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করি। থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM