দেওয়ানহাটে টায়ারের গোডাউনে আগুন : দুঘন্টা পর নিয়ন্ত্রণে

0

চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট এলাকায় একটি টায়ারের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটে। আজ শনিবার (২৯ এপ্রিল) পৌণে একটার সময় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

তীব্র ধোঁয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আর সারা দেশের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ২ ঘণ্টা পর গোডাউনের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার পর বন্ধ থাকা রেল যোগাযোগও স্বাভাবিক হয়।

জেলা ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. আবদুল্লাহ জানান, দুপুর পৌনে ১টার দিকে নগরীর দেওয়ানহাটে টায়ার গোডাউনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট পাঠানো হয়। পরে মোট ১২টি ইউনিট চেষ্টা চালিয়ে প্রায় ২ ঘণ্টা পর ওই টায়ারের গোডাউনের আগুন নিয়ন্ত্রণ করে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মী।

জেএন/পিআর

আরও পড়ুন
লোড হচ্ছে...
×