এনায়েতবাজার রানির দীঘিতে ভাসছে যুবকের লাশ

0

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন এনায়েত বাজারের রানির দিঘীতে ভাসছে এক যুবকের লাশ। স্থানীয়দের কাছ থেকে এমন খবর পেয়ে শনিবার (২৯ এপ্রিল) সকাল ৯টায় ঘটনাস্থলে পৌছে দীঘির পূর্বপাড় থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

লাশের পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৩৫ থেকে ৩৮ বছর হতে পারে বলে ধারণা পুলিশের।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করে বলেন, রানির দীঘির মাঝখানে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।

কোতোয়ালী থানা পুলিশের একটি টিম গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেএন/পিআর

আরও পড়ুন
লোড হচ্ছে...
×