ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহি ট্রেনের ৭ বগি লাইনচ্যুত

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার দাড়িয়াপুর এলাকায় মালবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে আপ লাইনে (ঢাকামুখী) ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায় শুধুমাত্র ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

- Advertisement -

আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাকির জাহান।

- Advertisement -google news follower

সহকারী স্টেশন মাস্টার জানান, মালবাহী ট্রেনের সাত বগি লাইনচ্যুত হওয়ায় আপ লাইনের বেশ কিছু অংশের ক্ষতি হয়। দুর্ঘটনার পর একটি লাইনে (ডাউন লাইনে) ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটগামী ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হচ্ছে।

তিনি আরো জানান, ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জ উপজেলার তালশহর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী দাড়িয়াপুরে লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনের বগিগুলো উদ্ধার করার জন্য আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন (রিলিফ ট্রেন) পাঠানো হয়েছে।

- Advertisement -islamibank

তবে ট্রেনটি উদ্ধার করতে কত সময় লাগবে তা নিশ্চিত করে জানাতে পারেননি তিনি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM