ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহি ট্রেনের ৭ বগি লাইনচ্যুত

0

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার দাড়িয়াপুর এলাকায় মালবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে আপ লাইনে (ঢাকামুখী) ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায় শুধুমাত্র ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাকির জাহান।

সহকারী স্টেশন মাস্টার জানান, মালবাহী ট্রেনের সাত বগি লাইনচ্যুত হওয়ায় আপ লাইনের বেশ কিছু অংশের ক্ষতি হয়। দুর্ঘটনার পর একটি লাইনে (ডাউন লাইনে) ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটগামী ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হচ্ছে।

তিনি আরো জানান, ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জ উপজেলার তালশহর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী দাড়িয়াপুরে লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনের বগিগুলো উদ্ধার করার জন্য আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন (রিলিফ ট্রেন) পাঠানো হয়েছে।

তবে ট্রেনটি উদ্ধার করতে কত সময় লাগবে তা নিশ্চিত করে জানাতে পারেননি তিনি।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM