কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন

রাঙামাটির কাপ্তাই হ্রদে দেখা দিয়েছে পানি স্বল্পতা। দ্রুত পানি শুকিয়ে যাওয়ায় দেশের একমাত্র কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন হ্রাস পাচ্ছে।

- Advertisement -

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায়, কাপ্তাই হ্রদে পানির উপর নির্ভর করে কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন। হ্রদে যত বেশী পানি থাকবে ততই বিদ্যুৎ উৎপাদন বেশী হবে।

- Advertisement -google news follower

কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের বলেন, ২৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন এ কেন্দ্র থেকে বর্তমানে গড়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে মাত্র ২৫ মেগাওয়াট।

বৃষ্টি না হলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিরও কোন সম্ভাবনা নেই বলেন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এ টি আবদুজ্জাহের।

- Advertisement -islamibank

সংশ্লিষ্টরা জানান, চলতি মৌসুমে হ্রদের পানি দ্রুত কমে যাওয়ায় কেন্দ্রটির পাঁচটি ইউনিটের মধ্যে চারটি ইউনিট বন্ধ হয়ে গেছে। সচল রয়েছে মাত্র একটি ইউনিট। স্বাভাবিক নিয়মে এপ্রিল মাসে হ্রদে পানি থাকে প্রায় ৮১ ফুট এমএসএল। কিন্তু হ্রদে বর্তমানে পানি রয়েছে ৭৬ ফুট এমএসএল।

সংশ্লিষ্টরা আরও জানায়, অনাবৃষ্টি, বন উজার হওয়া, কাপ্তাই হ্রদে নাব্যতা সংকটের কারণে পানি তলানিতে চলে যাওয়া বিদ্যুৎ উৎপাদনে এমন বিপর্যয় ঘটেছে। সঙ্গতকারণে আমরা গ্রাহকদের চাহিদা মেঠাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM