বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি শহীদ উল আলম

0

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক বিদেশ সফরে থাকায় গঠনতন্ত্র অনুযায়ী চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি শহীদ উল আলমকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বিএফইউজের মহাসচিব দীপ আজাদ স্বাক্ষরিত এক নোটিশে বিষয়টি জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বিএফইউজে সভাপতি ২৫ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও জাপান সফরে থাকবেন। এ সময় শহীদ উল আলম ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন।

জেএন/এমআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM