আজ চট্টগ্রাম বন্দর দিবস

চট্টগ্রাম বন্দর দিবস আজ মঙ্গলবার (২৫ এপ্রিল)। ১৮৮৭ সালে পোর্ট কমিশনার্স অ্যাক্ট প্রণয়ন করে ব্রিটিশ সরকার। ১৮৮৮ সালের ২৫ এপ্রিল তা কার্যকর হয়। তখন থেকে চট্টগ্রাম বন্দর আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। তাই প্রতি বছর ২৫ এপ্রিল বন্দর দিবস উদযাপন করা হয়।

- Advertisement -

এবার চট্টগ্রাম বন্দরের ১৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। ভূ-রাজনৈতিক বিবেচনায় চট্টগ্রাম বন্দরের গুরুত্ব আজ বিশ্বব্যাপী স্বীকৃত। বহির্বিশ্বের সাথে বাংলাদেশের আমদানি-রফতানি বাণিজ্যের প্রায় ৯২ শতাংশ এ বন্দরের মাধ্যমে সম্পন্ন হয়।

- Advertisement -google news follower

বন্দর দিবস উপলক্ষে আজ দুপুর ১২টায় শহীদ মো. ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

এম শাহজাহান বলেছেন, সব সূচকেই চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। বলেন, বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য গত ১ দশকে ৫ লাখ ৮০ হাজার বর্গমিটার ইয়ার্ড নির্মাণের ফলে কন্টেইনার ধারণ ক্ষমতা ৫৫ হাজারে উন্নিত হয়েছে।

- Advertisement -islamibank

এম শাহজাহান জানান, চট্টগ্রাম বন্দরকে অটোমেটেড বন্দরে পরিণত করা হয়েছে। বার্থিংও ডিজিটালভাবে হচ্ছে। এরই মধ্যে মাদার ভেসেল নোঙ্গরের ব্যবস্থা হয়েছে।

তিনি জানান, মাতারবাড়ি বন্দরেও অপারেটিং কাজ শুরু হয়েছে। চলছে বে-টার্মিনাল নির্মাণকাজও। এছাড়া নতুন নতুন কন্টেইনার টার্মিনাল নির্মাণকাজ চলছে। ফলে সক্ষমতা বহুগুন বাড়বে।

বেশ কয়েকটি দেশে সরাসরি জাহাজ যাচ্ছে চট্টগ্রাম বন্দর থেকে। আরও কয়েকটি দেশ বাংলাদেশে সরাসরি জাহাজ চালাতে আগ্রহী বলে জানান তিনি।

ইংরেজ শাসনের প্রথম দিকে ইংরেজ ও দেশীয় ব্যবসায়ীরা বার্ষিক এক টাকা সেলামির বিনিময়ে নিজ ব্যয়ে কর্ণফুলী নদীতে কাঠের জেটি নির্মাণ করেন। পরে ১৮৬০ সালে প্রথম দুটি অস্থায়ী জেটি নির্মিত হয়।

১৮৭৭ সালে চট্টগ্রাম পোর্ট কমিশনার গঠিত হয়। ১৮৮৮ সালে চট্টগ্রাম বন্দরে দুটি মুরিং জেটি নির্মিত হয়। ১৮৮৮ সালে ২৫ এপ্রিল চট্টগ্রাম পোর্ট কমিশনার কার্যকর হয়।

১৮৯৯-১৯১০ সালের মধ্যে চট্টগ্রাম পোর্ট কমিশনার ও আসাম বেঙ্গল রেলওয়ে যুক্তভাবে চারটি স্থায়ী জেটি নির্মাণ করে। ১৯১০ সালে চট্টগ্রাম বন্দরের সাথে রেলওয়ের সংযোগ হয়।

১৯২৬ সালে চট্টগ্রাম বন্দরকে মেজর পোর্ট ঘোষণা করা হয়। পাকিস্তান আমলে ১৯৬০ খ্রিস্টাব্দের জুলাই মাসে চট্টগ্রাম পোর্ট কমিশনারকে চট্টগ্রাম পোর্ট ট্রাস্টে পরিণত করা হয়।

বাংলাদেশ আমলে ১৯৭৬ সালের সেপ্টেম্বর মাসে চট্টগ্রাম পোর্ট ট্রাস্টকে চট্টগ্রাম পোর্ট অথরিটিতে পরিণত করা হয়। এটি একটি স্বায়ত্তশাসিত সরকারি সংস্থা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM