আজ ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৪তম আসর

0

নগরের লালদীঘি ময়দানে বসছে ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৪তম আসর।

মঙ্গলবার (২৫ মঙ্গলবার) বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন নগর পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়।

এতে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী।

বলী খেলার উদযাপন কমিটির সহ সভাপতি চৌধুরী ফরিদ জানান, আজ দুপুর ১১টা থেকে সিটি করপোরেশন লাইব্রেরীতে বলী খেলার রেজিস্ট্রেশন শুরু হবে। আগ্রহীরা সেখানে নিজেদের নাম নিবন্ধন করতে পারবেন।

তিনি বলেন, বলী খেলার সব প্রস্তুতি শেষ হয়েছে।

বলী খেলাকে কেন্দ্র করে লোকজ মেলা আয়োজন করা হয়েছে।

এদিকে জব্বারের বলী খেলা ও বৈশাখী মেলাকে ঘিরে লালদীঘি ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। নিয়মিত টহলের পাশাপাশি লালদীঘি ও আশপাশের সাত পয়েন্টে দুই শতাধিক অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি থাকছে সাদা পোশাকধারী পুলিশ ও গোয়েন্দা।

জেএন/হিমেল/এমআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM