করোনা : ২৪ ঘন্টায় মৃত্যুর তালিকায় শীর্ষে জার্মানি

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৩১৩ জনের মৃত্যু এবং ৬৭ হাজার ৯৭০ জন আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

- Advertisement -

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৬ হাজার ৫০৮ জন আক্রান্ত হয়েছেন দক্ষিণ কোরিয়ায়। মৃত্যুর তালিকায় শীর্ষে জার্মানি। দেশটিতে একদিনে ১০৪ জনের মৃত্যু হয়েছে।

- Advertisement -google news follower

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩০৭ জন এবং মারা গেছেন ৬০ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮০৭ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩২৫ জন এবং মারা গেছেন ১৮ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩০৫ জন এবং মারা গেছেন ৩৮ জন।

ডেনমার্কে আক্রান্ত হয়েছেন ৭৭ জন এবং মারা গেছেন ১০ জন। জাপানে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৯৪ জন এবং মারা গেছেন ২২ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৪২ জন এবং মারা গেছেন ১২ জন।

- Advertisement -islamibank

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৫৯ লাখ ৫৫ হাজার ৩০৮ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৪৪ হাজার ৫৭৪ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM