লোহাগাড়ায় সামাজিক বনায়নের উপকারভোগীদের চেক বিতরণ

লোহাগাড়া উপজেলায় পদুয়া রেঞ্জের আওতাধীন ডলুবিটের সামাজিক বনায়নের ৫৪ জন উপকারভোগীদের মাঝে ৬০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

- Advertisement -

বৃহস্পতিবার (৮ নভেম্বর) বিকেলে পদুয়া বন বিভাগ কার্যালয়ে চেক বিতরণ করা হয়।

- Advertisement -google news follower

চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ্ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. সফিউল আলম চৌধুরী।

সভায় বক্তরা বলেন, সামাজিক বনায়নের মাধ্যমে বনাঞ্চল রক্ষার পাশাপাশি স্থানীয় উপকারভোগীদের আর্থসামাজিক উন্নয়ন ঘটছে। এছাড়াও জলবায়ু পরিবর্তন রোধে ব্যাপক ভূমিকা রাখছে। আমাদের প্রত্যেকের উচিৎ বৃক্ষ রোপণ করা এবং বনাঞ্চলগুলো রক্ষা করা। আগামীতে উপকারভোগীরা আরো অধিক হারে লভ্যাংশ পাবে। নতুনভাবে বনায়নের মাধ্যমে দক্ষিণ চট্টগ্রামের প্রত্যেকটি বনাঞ্চল রক্ষা করা হবে।

- Advertisement -islamibank

সহকারী বন সংরক্ষক ফাহিম মাসুদের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ড. মো. জগলুল হোসেন ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আনোয়ার কামাল।

জয়নিউজ/শহীদ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM