বোয়ালখালীতে রাতে কৃষি জমির মাটি কাটায় জরিমানা

0

চট্টগ্রামের বোয়ালখালীতে রাতের আঁধারে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার দায়ে আবু তালেব (৪২) নামের এক মাটি ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ১টি স্কেভেটর ও ১টি ট্রাক জব্দ করা হয়েছে।

১৫ এপ্রিল, শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে পোপাদিয়া ইউনিয়নের শরীফ পাড়া এলাকায় কৃষি জমির মাটি কাটার খবর পেয়ে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন।

তিনি জানান, রাতের আঁধারে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রি করার অপরাধে আবু তালেবকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মাটি কাটায় ব্যবহৃত ১টি স্কেভেটর ও মাটি পরিবহনকারী ১টি ট্রাক ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে।

জেএন/পুজন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM