ঈদে শ্রোতা-দর্শকদের জন্য থাকছে জেমসের চমক

0

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস। দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান।

ইতোমধ্যে দেশের গণ্ডি পেড়িয়ে বলিউডেও সুরের দ্যুতি ছড়িয়েছেন এই সঙ্গীতশিল্পী। কনসার্টে জেমস মানেই সঙ্গীতপ্রেমীদের জন্য বাড়তি উন্মাদনা।

এবার আসন্ন ঈদে ফের শ্রোতা-দর্শকদের জন্য চমক নিয়ে আসছেন জেমস। চাঁদরাতে নতুন গান নিয়ে হাজির হবেন নন্দিত এই সঙ্গীতশিল্পী। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বসুন্ধরা ডিজিটাল ফেসবুক পেজে এই খবরটি নিশ্চিত করা হয়।

গেল বছর ঈদ-উল-ফিতরের চাঁদরাতে সর্বশেষ প্রকাশ পেয়েছিল জেমসের মৌলিক গান। সে সময়ে বসুন্ধরা ডিজিটাল নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ‘আই লাভ ইউ’ শিরোনামে রিলিজ পায় তার গানটি।

এই চ্যানেল থেকে তখন বলা হয়েছিল, এখানে জেমসের একাধিক গান প্রকাশিত হবে। কিন্তু এর এক বছর পেরিয়ে গেলেও, কোনো গান মুক্তি পায়নি।

অবশেষে ভক্তদের সেই অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। দীর্ঘ এক বছর পর ফের চাঁদরাতে শ্রোতা-দর্শকদের মাতাতে আসছে জেমসের নতুন গান

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM