শহীদ সাইফুদ্দিন খালেদের রাজনীতি চর্চা অনুকরণীয় দৃষ্টান্ত: আ জ ম নাছির

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু সহকর্মী ও বঙ্গবন্ধু সরকারের মন্ত্রী জহুর আহমেদ চৌধুরীর জৈষ্ঠ সন্তান ছিলেন সাইফুদ্দিন খালেদ চৌধুরী। তিনি ছিলেন বঙ্গবন্ধুর আদর্শে গড়া নির্ভীক ছাত্রনেতা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ইমাম গাজ্জালী কলেজ সংলগ্ন এলাকায় সম্মুখ যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শাহাদাত বরণ করেছিলেন। জহুর আহমেদ চৌধুরীর মত নেতার সন্তান হয়েও শহীদ সাইফুদ্দিন খালেদ চৌধুরীর মধ্যে কখনো কোন অহংবোধ কাজ করেনি। পিতার নাম ব্যবহার করে কোন স্বার্থ হাসিল করেননি। উপরন্তু তিনি এমন ভাবে জীবনযাপন করেছেন যেন পিতার সুনাম কখনো ক্ষুন্ন না হয়। সাইফুদ্দিন খালেদ চৌধুরীর বুকের তাজা রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছিল বলেই আজ আমরা মন্ত্রী,মেয়র হতে পেরেছি। প্রজন্ম সমাজের মাঝে শহীদ সাইফুদ্দিন খালেদ চৌধুরীর রাজনীতি চর্চা এক অনুকরণীয় দৃষ্টান্ত।

- Advertisement -

শহীদ বীর মুক্তিযোদ্ধা সাইফুদ্দিন খালেদ চৌধুরীর ৫২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার ১৩ এপ্রিল সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণ সভায় তিনি একথা বলেন।

- Advertisement -google news follower

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্ব ও বাগমনিরাম ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবুর সঞ্চালনায় স্মরণ সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধ নঈম উদ্দিন চৌধুরী, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শফর আলী, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন রাশেদ, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস হাফিজ খান রুমু, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি, বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আহমেদ, চট্টগ্রাম-৮ আসন উপনির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন।

স্মরণ সভায় চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার,বীর মুক্তিযোদ্ধা বেলাল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মো. ইসলাম, বীর মুক্তিযোদ্ধা চিরঞ্জীব চৌধুরী, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আবুল হাশেম, মোজাহেরুল ইসলাম চৌধুরী, এড. শাকিল মাহমুদ, মিথুন বড়ুয়া, ফারুক আহমেদ, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, কেন্দ্রীয় যুবলীগ নেতা আবদুল্লাহ আল মামুন, ছাত্রলীগ নেতা ইসতিয়াক আহমেদ চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগ নেতা কেবিএম শাহজাহানসহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM