বোয়ালখালীতে দুই প্রতিষ্ঠান ও ১৩ জনের জরিমানা

0

চট্টগ্রামের বোয়ালখালীতে তাইমা ফুড প্রোডাক্ট ও এন জামান হোটেল এন্ড রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া যত্রতত্র গাড়ি পার্কিং এবং ফুটপাত দখল করায় ১৩জনকে ১১ হাজার একশত টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার (১২ এপ্রিল) উপজেলা সদরে এ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আলাউদ্দিন।

তিনি জানান, মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ব্যতিরেকে পণ্য তৈরি, মোড়কজাত ও বিক্রি করা এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ ব্যতীত পণ্য বিক্রির দায়ে তাইমা ফুড প্রোডাক্টকে ২০ হাজার টাকা এবং এন জামান হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া উপজেলা পরিষদ এলাকায় যত্রতত্র গাড়ি পার্কিং এবং ফুটপাত দখল করে অস্থায়ী ব্যবসায় পরিচালনার দায়ে স্থানীয় সরকার (পৌরসভা) আইন অনুযায়ী ১৩ জনকে ১১ হাজার একশত টাকা জরিমানা করা হয়েছে।

এসময় আদালতকে সহযোগিতা করেন চট্টগ্রাম বিএসটিএই ফিল্ড অফিসার (সিএম) জারিন তাসনিম সিলি ও বোয়ালখালী থানা পুলিশ।

জেএন/পূজন/পিআর

আরও পড়ুন
লোড হচ্ছে...
×