আওয়ামী লীগ ক্ষমতায় থাকা মানে মানুষের ভাগ্য পরিবর্তন: প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনকে সামনে রেখে দেশি ও আন্তর্জাতিক নানা চক্রান্ত হবে, সেটি মাথায় রেখেই কাজ করতে হবে। দেশের অগ্রযাত্রা যেনো অব্যাহত থাকে তা নিশ্চিত করতে হবে।

একটা দেশ দ্রুত উন্নতি করুক সেটা কেউই চায় না। সেজন্য তারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেই যাচ্ছে। বুধবার গণভবনে বিভিন্ন জেলার আওয়ামী লীগের নেতারা দেখা করতে গেলে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা মানেই মানুষের ভাগ্যের পরিবর্তন হওয়া।

জাতির পিতার আদর্শ মেনে তিনি কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষই আমার পরিবার। তাদের জন্যই কাজ করি।

তিনি বলেন, বিএনপি, জাতীয় পার্টির মত দল মাটি মানুষের ভিতর থেকে উঠে আসা কোন দল নয় প্রতিদিন মাইক লাগিয়ে তারা মিথ্যা কথা বলে যাচ্ছে। তারা কোন উন্নতিই দেখে না।

প্রধানমন্ত্রী বলেন, দেশে কোন মানুষ অতিদরিদ্র থাকবে না। সরকার ভূমিহীন, গৃহহীনদের ঘর করে দিচ্ছে।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM