সীতাকুণ্ডে কাভার্ডভ্যান চাপায় সিএনজি চালকের মৃত্যু

0

চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ডভ্যান চাপায় মো. রাজন (৩৫) নামে এক সিএনজি অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১২ এপ্রিল) সকালে উপজেলার ডালিপাড়া সংলগ্ন মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহত রাজন উপজেলা পৌরসদরের ৬নং ওয়ার্ডস্থ দক্ষিণ মহাদেবপুরের বাসিন্দা মো. শাহ আলমের ছেলে বলে জানা গেছে। ওই এলাকার স্থানীয় বাসিন্দা মো. আলাউদ্দিন দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন।

তিনি প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, বুধবার সকালে সিএনজি অটোরিকশা ছাড়া পায়ে হেটে মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় দ্রুতগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান রাজন। পরে উত্তেজিত জনতা কাভার্ডভ্যানটি আটক করে।

এ বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীরের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ দুর্ঘটনার বিষয়ে তিনি অবগত নন, তবে খবর নিচ্ছেন বলে জানান।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM