ধর্ষণে সহযোগিতা, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী গ্রেফতার

নগরের ডবলমুরিং এলাকায় কিশোরীকে ধর্ষণে সহযোগিতা করার দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক নারীকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার ওই নারীকে রাজধানী ঢাকার হাতিরঝিল থেকে গ্রেফতার করা হয়। রোববার (৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।

- Advertisement -

গ্রেফতার নুরী পালক ডবলমুরিং থানাধীন উত্তর গোসাইলডাঙ্গা এলাকার মৃত বশির পালকের মেয়ে। তার বয়স ২০ বছর।

- Advertisement -google news follower

র্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে এক কিশোরীকে একটি আাবাসিক ভবনে নিয়ে গিয়ে নুরী পালক অভিযুক্ত চান মিয়াসহ কয়েকজনের হাতে তুলে দেয়।

এ ঘটনায় ভুক্তভোগী ওই কিশোরীর মা ডবলমুরিং থানায় মামলা করেন। এ মামলায় পুলিশ ৪ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়। সাক্ষ্য-প্রমাণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নুরী পালককে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

- Advertisement -islamibank

গ্রেফতার নুরী পালককে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM