দারিদ্র্য দূরীকরণে সামাজিক সংগঠন গুরুত্বপূর্ণ অবদান রাখছে- আ জ ম নাছির

জাগরণ (একটি মেধাবী তারুণ্যের সম্মিলন)চট্টগ্রাম মহানগর এর উদ্যোগ সুবিধা বঞ্চিত ও কর্মহীন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সুষ্ঠু সুন্দর পরিকল্পনা বাস্তবায়নের কারণে দেশে বর্তমানে দারিদ্র্যতার হার মাত্র ১৬ শতাংশ । করোনার কারণে বিশ্বের অনেক দেশে যেখানে অর্থনৈতিক মন্দা চলছে। দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা যেখানে দিনদিন বেড়ে চলেছে ।সেখানে বাংলাদেশে দারিদ্র্যতার হার ২০ শতাংশ থেকে কমে ১৬ শতাংশে এসেছে । এটি সম্ভব হয়েছে সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর এগিয়ে আসার কারণে। সংগঠনগুলো করোনাকালীন সময় ও বিভিন্ন সামাজিক বা ধর্মীয় উৎসব পার্বণে জনকল্যামুখী কর্মকাণ্ডের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

- Advertisement -

শনিবার ৮ এপ্রিল দুপুরে কাজীর দেউড়িস্থ একটি কমিউনিটি সেন্টারে সামাজিক সংগঠন জাগরণ’র উদ্যোগে ৪০০ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

- Advertisement -google news follower

জাগরণ সভাপতি মহিনউদ্দিন তুষারের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোঃ নূর হাসিব ইফরাজের সঞ্চালনায় ও সাংগঠনিক সম্পাদক এখলাসুর রহমানের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, প্যানেল মেয়র ও কাউন্সিলর গিয়াস উদ্দীন গিয়াস।

মুখ্য আলোচক ছিলেন জাগরণের প্রধান উপদেষ্টা ও যুব সংগঠক প্রকৌশলী আবু মোহাম্মদ মহিউদ্দিন। সম্মানিত অতিথি ছিলেন বাগমনিরাম ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট সাজ্জাদুর রহমান বাচ্চু, বাগমনিরাম ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ আবদুল আজিম, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, জাগরণ উপদেষ্টা মোহাম্মদ সাজ্জাদ।

- Advertisement -islamibank

এছাড়া আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল বশর, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির বাবুল। কাজীর দেউরী মহল্লা সদ্দার আবদুল জলিল,সেকেন্দার কবির।জে আই মাদ্রাসার মোতোয়াল্লী আবু ইউসুফ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কামরুল হাসান,শিশির দে,আবদুল মালেক,সাহেদ হোসেন হিরা, আনোয়ার আনু, মাহবুব, জিতু সহ প্রমুখ।

এছাড়া জাগরণ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নওশাদ, নাজিম,প্রমিন, সাজ্জাদ, রকি,আশরাফ,নয়ন, অজয়, রোহান, অভি, পরাগ, অপরাজিত, মাসুদ, দূর্জয়, জনি, শাকিল, মেহরাজ, শরীফ, আলভীন, রুহিত, রাদিউল, ফাহাদ, সালমান, বিজয় সহ অন্যান্য নেতৃবৃন্দ।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM