শীর্ষ মাদক ব্যবসায়ী রিদোয়ান গ্রেফতার

0

দেশ ছেড়ে পালানোর সময় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ইমিগ্রেশন পুলিশ আটকে দিল রিদোয়ানকে। বিমানবন্দর সূত্রে জানা যায়, রিদোয়ান মালয়েশিয়া যাচ্ছিল।

রিদোয়ান র‌্যাব এবং পুলিশের তালিকায় শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ থানায়।
চলতি বছরের মার্চ মাসে নগর পুলিশের গোয়েন্দা শাখা ১৩ লাখ ইয়াবাসহ রিদোয়ানের অন্য সহযোগীদের আটক করে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (ডিবি পশ্চিম জোন) মঈনুল ইসলাম জয়নিউজকে বলেন, রিদোয়ান দেশ ছেড়ে পালানোর সময় বুধবার (৭ নভেম্বর) রাতে বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেফতার হন। বৃহস্পতিবার সকালে তাকে গোয়েন্দা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।

বিস্তারিত জানানোর জন্য বৃহস্পতিবার (৮ নভেম্বর) বিকাল ৩টায় নগর পুলিশের গোয়েন্দা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে সিএমপির গণসংযোগ দপ্তর থেকে জানানো হয়।

জয়নিউজ/ফারুক/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM