আকবরশাহতে পাহাড় ধসে একজনের মৃত্যু

চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা এলাকার বেলতলীঘোনাস্থ একটি পাহাড় ধসে একজন নিহতের খবর পাওয়া গেছে। কয়েকজন চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।

- Advertisement -

আজ শুক্রবার (৭ এপ্রিল) বিকেল পৌণে ৬টার সময় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে একজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে বলে জানা গেছে।

- Advertisement -google news follower

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক এ ঘটনায় একজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আকবরশাহ থানা এলাকায় পাহাড় ধসে গুরুতর আহতাবস্থায় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে এক শ্রমিককে চমেক হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের কর্মরত চিকিৎসকেরা খোকা (৪৫) নামের এ শ্রমিককে মৃত ঘোষণা করেছেন।

- Advertisement -islamibank

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর জানান, পাহাড় কেটে রাস্তা তৈরির কাজে নিয়োজিত ছিলেন বেশ কয়েকজন শ্রমিক। হঠাৎ পাহাড়ের মাটি শ্রমিকদের ওপর ধসে পড়ে। হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানাতে না পারলেও ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালাচ্ছে বললেন ওসি।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক আব্দুল মালেক। তিনি বলেন, ‘আমরা কাজ করছি। উদ্ধার অভিযানের পর বিস্তারিত বলা যাবে।

এদিকে জেলা প্রশাসন কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো. তৌহিদুল ইসলাম জানিয়েছেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

জেএন/পিআর

 

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM