অক্সিজেনে যুবকের আত্মহত্যা

0

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন অক্সিজেন এলাকার একটি বাসায় রানা মিয়া সজিব নামে এক যুবক আত্মহত্যা করেছে।

আজ মঙ্গলবার (৪ এপ্রিল) ভোর ৫টার দিকে খোলনশাহ মাজার সংলগ্ন শহীদপাড়া এলাকার একটি বাসায় গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক এ তথ্য নিশ্চিত করে বলেন, নগরীর অক্সিজেন এলাকা থেকে গলায় ফাঁস দেয়া এক যুবককে গুরুতর অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসে তার পরিবারের লোকজন।

হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়। পরিবারের বরাত দিয়ে তিনি বলেন পারিবারিক কলহের জের ধরে এ যুবক আত্মহত্যা করেছে।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM